ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, ‘১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্দোলনরতদের কাছে ক্ষমা চেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এমনকি ১৯৭১ সালের জন্য জামায়াতে ইসলামীও জাতির কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমা চেয়ে পালিয়ে যায়। বিএনপি আল্লাহর রহমতে এমন কোনো কাজ করে না, যার জন্য ক্ষমা চাইতে হবে বা পালিয়ে যেতে হবে।’
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে সদর রোডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাজিম উদ্দিন।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। এখন বিএনপির একমাত্র লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন।’
নাজিম উদ্দিন আলম বলেন, ‘ছোটখাটো অজুহাতে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে। তবে আমরা চাই ড. ইউনূস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।’
সভায় ভোলা জেলা বিএনপি ও চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন