দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত মঙ্গলবার ও বুধবার (২১ ও ২২ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা পর্যন্ত। আগামীকাল ২৪ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার অনুষ্ঠিত হবে। গতকাল (২২ অক্টোবর) বুধবার তারা এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
এরপর ২৫ অক্টোবর (শনিবার) চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, দীর্ঘ ১৫ বছর পর ১ নভেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোলা প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ভোলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আরিফুর রহমান এবং বর্তমান যুগ্ম সম্পাদক এডভোকেট তোয়াহা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১১টি পদের বিপরীতে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের চিত্র নিম্নরূপ-
সভাপতি পদে: ৫ জন
সহ-সভাপতি পদে: ৪ জন
সাধারণ সম্পাদক পদে: ৫ জন
যুগ্ম সাধারণ সম্পাদক পদে: ৪ জন
অর্থ সম্পাদক পদে: ৪ জন
দপ্তর সম্পাদক পদে: ৩ জন
ক্রীড়া সম্পাদক পদে: ১ জন
পাঠাগার সম্পাদক পদে: ৩ জন
সাংস্কৃতিক সম্পাদক পদে: ৪ জন
নির্বাহী সদস্য (২টি পদ): ৭ জন
দীর্ঘ বিরতির পর ভোলা প্রেসক্লাবে এমন উৎসবমুখর নির্বাচনী আমেজে স্থানীয় সাংবাদিক সমাজে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রার্থী ও অন্যান্য সদস্যরা সবাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন