নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনে সড়কে অবস্থান নেন। ফলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামে এক কিশোর শিক্ষার্থী নিহত হন। তার মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে সহপাঠীরা আজকের এ বিক্ষোভ আয়োজন করেন। শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ফার্মগেট মোড় অবরোধ করে রাখেন। এতে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যা তেজগাঁও, বিজয় সরণি ও কারওয়ান বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
এর আগে ২০১৮ সালে রাজধানীতে নিরাপদ সড়ক আন্দোলনের সূত্রপাত হয় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়। এবারও একই দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন নতুন করে নিরাপদ সড়ক ব্যবস্থার ঘাটতি ও দুর্ঘটনার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন