বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৯:৩২ এএম

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে বাগদাদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৯:৩২ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ দশে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান রেকর্ড করা হয়েছে ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের অন্তর্ভুক্ত। এতে ১২৫ শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।

বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মিরপুরের পল্লবী, কল্যাণপুর, মিরপুর ইস্টার্ন হাউজিং এবং পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায়।

এদিন ৩৪২ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের নয়াদিল্লি (২৫৩ স্কোর), তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৮৭ স্কোর) এবং চতুর্থ স্থানে ভারতের কলকাতা (১৮৯ স্কোর)।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এই সূচক শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা পরিমাপ করে এবং মানুষের স্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার নির্গমন। তারা জানান, সময়মতো পরিবেশ আইন বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার না করলে রাজধানীর বাতাস আরও বিপজ্জনক হতে পারে।

Link copied!