রাজধানীর বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৩ বছর। বুধবার (২২ অক্টোবর) ভোরে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ঢাকা অভিমুখে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবক মারা গেছেন। খবর পেয়ে এদিন সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয় মরদেহ।
তিনি আরও জানান, ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তার পরনে ছিল সাদা রঙের জিন্স প্যান্ট ও সাদা হাফ হাতা টি-শার্ট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন