একের পর এক সাফল্য এনে দেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩১ অক্টোবর শেষ হতে যাওয়া চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত করা হচ্ছে।
এই চুক্তির আওতায় থাকছেন দলের বাইরে থাকা অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুনসহ মোট ৫৪ জন ফুটবলার।
সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের মতো বড় সাফল্য এনে দিয়েছেন নারী ফুটবলাররা। বর্তমানে তারা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে থাইল্যান্ডে অবস্থান করছেন।
এমন সফল সময়েই নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে বাফুফে। এরই মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছে নতুন চুক্তিপত্র পাঠানো হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় ৩৬ জন খেলোয়াড়কে বাফুফের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর বিদ্রোহের ঘটনায় জড়িত আরও ১৮ জন ফুটবলারের সঙ্গে চুক্তি হয়। ফলে মোট ৫৪ জন নারী ফুটবলার এই চুক্তির আওতায় আসেন, যার মেয়াদ ছিল ৩১ অক্টোবর পর্যন্ত।
তবে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তির মেয়াদ নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন