রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করেন, ফলে প্রধান সড়ক বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ব্যবসায়ীরা এ অবস্থানে বসার কারণ হিসেবে উল্লেখ করেছেন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবি। তারা মোবাইল আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা এবং এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ দাবি করেছেন।
আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এই সিস্টেম মোবাইলের আইএমইআই নম্বর ব্যবহার করে চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করবে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন।
তারা আরও দাবি করেছেন, নতুন নীতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপকারে আসবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তাদের মোবাইল ফোনের দাম বৃদ্ধি পাবে।
এর আগে রোববার (৭ ডিসেম্বর) ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন