মাদক বহন করার অভিযোগে প্যাসিফিক মহাসাগরে আরও একটি জাহাজকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৩ ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন।
হামলার ভিডিওতে দেখা যায় একটি লম্বা, নীল স্পিডবোট সমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যার উপর কিছুক্ষণের মধ্যেই মার্কিন সামরিক অস্ত্র আঘাত হানে। ২ সেপ্টেম্বরের পর থেকে মার্কিন বাহিনী দ্বারা সন্দেহভাজন মাদকবাহী জাহাজে আঘাত করার এটি অষ্টম অভিযান তবে প্যাসিফিক মহাসাগরে এটি প্রথম অভিযান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আন্তর্জাতিক জলসীমায় জাহাজের ওপর অভিযান চালানোর আইনি ক্ষমতা রাখেন, তবে যদি স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে অভিযান সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি সাংসদদের অনুমতি নিতে পারেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এই হামলায় জাহাজে থাকা দুজন নিহত হয়েছেন, কিন্তু কোনো মার্কিন সৈন্য আহত হননি। প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজটি মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে পরিচিত ছিল এবং আন্তর্জাতিক জলসীমায় পরিচিত মাদক পাচারের পথে চলাচল করছে বলে মনে করা হচ্ছিল।
এই অভিযান মার্কিন মাদকবিরোধী কার্যক্রমের অংশ দাবি করে হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘যে মাদক-সন্ত্রাসীরা আমাদের তীরে বিষ নিয়ে আসতে চায়, তারা নিরাপদ নয়। আল কায়েদা যেমন আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করেছে, তেমনি এই কার্টেলগুলো আমাদের সীমান্ত ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন