মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে সাইফ হাসান ও সৌম্য সরকারের দারুণ জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে। এ দিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের হয়ে এ দিন ব্যাট হাতে ইনিংস শুরু করেন সাইফ হাসান ও সৌম্য সরকার। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পেয়ে যায় টাইগাররা। তাদের দারুণ ব্যাটিংয়ে বড় রানের পথেই ছিল বাংলাদেশ।
মিরপুরের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচে যেখানে রান পাওয়া ছিল কষ্টকর, সেখানে আজকের ম্যাচে ইনিংসের প্রথম ১০ ওভারেই চলে আসে ৭৪ রান। পাওয়ার প্লে শেষ হলেও আরও মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকেন দুই টাইগার ওপেনার।
তাদের মারকুটে ব্যাটিংয়ের সুবাধে দুজনেই পেয়ে যান ফিফটির দেখা। ফিফটি পাওয়ার পর সেঞ্চুরির পথেই ছিলেন দুই ব্যাটার। দলীয় ১৭৬ রানের মাথায় ব্যক্তিগত ৮০ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান।
সাইফ ফেরার কিছুক্ষণ পর দলীয় ১৮১ রানের মাথায় ব্যক্তিগত ৯১ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েন আরেক ওপেনার সৌম্য সরকার।
একটা সময় ইনিংসের ২২ ওভারে বাংলাদেশের রান ছিল কোনো উইকেট না হারিয়ে ১৬০ রান, তখন মনে হয়েছিল বাংলাদেশর রান সহজেই পেড়িয়ে যাবে ৩৫০-এর ওপরে। কিন্তু না, তা হলো না।
দুই ওপেনারের বিদায়ে নিজেদের পুরোনো স্বভাবে ফিরে আসে বাংলাদেশ। স্কোরবোর্ডে বাংলাদেশের রান যখন ২৬১, তখন সাজঘরে চলে গেছেন ৭ ব্যাটার এবং ওভার সংখ্যা ৪৬।
শেষদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টাইগাররা।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৭২ বলে ৮০ রান করেন সাইফ হাসান, ৮৬ বলে ৯১ রান করেন সৌম্য সরকার, ৫৫ বলে ৪৪ রান করেন নাজমুল হোসেন শান্ত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন