নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিও বৃষ্টির দাপটে পরিত্যক্ত হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে শেষ ম্যাচেও প্রকৃতির বাধায় খেলা সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি বাগড়া দেওয়ায় সেটি বাতিল হয়েছিল। ফলে সিরিজের ফল নির্ধারিত হলো দ্বিতীয় ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে। ওই ম্যাচে ইংল্যান্ড ৬৫ রানের বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে হারায়।
আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে ইনিংসের শুরুতেই বৃষ্টির আগমন ঘটে। খেলা শুরুর তিন বলের মধ্যেই বৃষ্টি শুরু হয়। টিম সাইফার্ট লুক উডকে দুটি চার মেরে দারুণ শুরু করলেও প্রকৃতির বাধায় খেলা থামে।
প্রায় দুই ঘণ্টা বিরতির পর ম্যাচটিকে ১৪ ওভারে নামিয়ে আনা হয়। খেলা পুনরায় শুরু হলেও চতুর্থ ওভারে আবারও কঠিন রূপ নেয় প্রকৃতি। শেষ পর্যন্ত আর খেলা সম্ভব হয়নি। যখন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়, তখন নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩.৪ ওভারে ১ উইকেটে ৩৮ রান।
এর আগে গত শনিবার সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেদিন ইংল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করলেও পরে আর নিউজিল্যান্ডের ইনিংস শুরু করা সম্ভব হয়নি।
সিরিজের দ্বিতীয় ম্যাচ নিজেদের শক্তির প্রমাণ দেয় ইংল্যান্ড। আগে ব্যাট করে তারা ৪ উইকেটে ২৩৬ রানের বিশাল স্কোর গড়ে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৭১ রানেই গুটিয়ে যায়। এই ৬৫ রানের জয়ই ইংল্যান্ডকে সিরিজ এনে দিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন