প্রায় দুই বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে খেলা ১৬৯ রানের দুর্দান্ত ইনিংসটির কথা আজও ভোলেননি ক্রিকেটপ্রেমীরা। সেই ম্যাচে সৌম্য সরকারের ব্যাটে এসেছিল তার ক্যারিয়ারের একমাত্র দেড়শো ছোঁয়া ইনিংস।
মিরপুরে আজ তেমনই আরেকটি ইনিংসের প্রত্যাশা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যদিও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার ৯১ রানে আউট হয়ে যাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল সংবাদমাধ্যমকে তার এই ইচ্ছার কথা জানান।
তিনি বলেন, ‘আমরা আউট হই স্ট্রাগল করতে করতে অথবা আনন্দে। ৯১ রানে আউট হয়ে যাওয়া... ক্যারি করলে ১৫০ হতে পারত। তবে সৌম্য ভালো শুরু এনে দিয়েছে।’
বিসিবি সভাপতির এমন প্রত্যাশা নিশ্চিতভাবেই সেঞ্চুরি হাতছাড়ার আফসোস আরও বাড়িয়ে দেবে সৌম্য সরকারের। আকিল হোসেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।
৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯১ রানে আউট হওয়ার সময় তার মুখায়বে স্পষ্টতই হতাশার ছাপ ছিল। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির জন্য তখনও যথেষ্ট বল হাতে ছিল, কিন্তু একটি ছক্কা মারার প্রচেষ্টায় ইনিংসটির সমাপ্তি ঘটান তিনি।
তবে, দুর্দান্ত এই ইনিংসটির জন্য শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলে ফিরে রান পাওয়ায় এই পারফরম্যান্স তাকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন বিসিবি সভাপতি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন