রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় ছুরিকাঘাতে মো. মাইন উদ্দিন (মনু) (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গতকাল বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে আগারগাঁও বিএনপি বাজারের পাশে রাজ্জাকের বাসার সামনে মাইন উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে আত্মীয়-স্বজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কিছু বন্ধু জড়িত আছে বলে পরিবার থেকে জানানো হয়। এই ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলার তিন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। নিহত মাইনুদ্দিনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। বর্তমানে মিরপুরের জনতা হাউজিং এলাকায় থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন