সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্যভাবে ম্যাচ ‘টাই’ করে পরে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। ফলে ১-১ সমতায় দাঁড়ানো সিরিজের আজকের ম্যাচটাই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।
স্পিননির্ভর ঘরের মাঠের উইকেটে নিজেদের পছন্দের কন্ডিশন তৈরি করেও সিরিজ নিশ্চিত করতে পারেনি মিরাজের দল। সেই হতাশা কাটিয়ে আজ ঘরের মাঠে সিরিজ হার এড়াতে মরিয়া টাইগাররা।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন হয়নি। তবে দলের সবচেয়ে বড় চিন্তার জায়গা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স ও নেতৃত্ব। মাঠে ব্যাট-বলে অবদান না রাখার পাশাপাশি ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জনও শোনা যাচ্ছে।
সব চোখ এখন মিরাজের কাঁধে নিজে পারফর্ম করে দলকে জেতাতে পারেন কি না, সেটিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন