ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

চলচ্চিত্র নির্মাণে শ্রাবণ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৪৩ পিএম
চলচ্চিত্র নির্মাতা ও কাহিনিকার সাব্বির আহমেদ শ্রাবণ। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে নির্মাতা ও কাহিনিকার সাব্বির আহমেদ শ্রাবণ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে তার প্রথম চলচ্চিত্র ‘সঙ্গী’র শুটিং।

চলচ্চিত্রটিতে দেখা যাবে প্রতিবাদী তরুণ বীর ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো ইন্সপেক্টর বাহাদুরকে ঘিরে একটি টানটান উত্তেজনাপূর্ণ গল্প। অবৈধ মাদকচক্র, দুর্নীতিবাজ সিন্ডিকেট ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। এতে থাকবে ক্রাইম, লভ–অ্যাকশন, ইমোশন এবং ফ্যামিলি ড্রামা’র সমন্বয়।

চলচ্চিত্রটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাব্বির আহমেদ শ্রাবণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নির্মাতা হিসেবে কাজ করছেন প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। তিনি চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করবেন। এছাড়া অভিনয় করছেন নবাগত বীর, কানিজ ফাতেমা সূচি, উম্মে হাবিবা, স্বর্ণা বিশ্বাস, সুমন শাহ, সাহেদ ওসমান রুমেল প্রমুখ।

এর আগে বেশকিছু নাটক পরিচালনা করে নিজেকে চিনিয়েছেন শ্রাবণ। প্রযোজনা প্রতিষ্ঠান রুটস্ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমা ‘সঙ্গী’।