ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি অভিনেতা মহেশ বাবুর এক বিরল ও অনুকরণীয় অভ্যাসের কথা প্রকাশ করেছেন, যা তার মতে সবার শেখার মতো।
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে মাহেশ বাবুর নতুন ছবি ‘বারাণসী’–র শিরোনাম ঘোষণা অনুষ্ঠানে রাজামৌলি জানান, শুটিং বা অফিসে এলে মহেশ বাবু মোবাইল ফোন স্পর্শই করেন না।
তিনি বলেন, ‘মাহেশ বাবু টানা আট ঘণ্টা কাজ করেন, ফোনে চোখ রাখেন শুধুমাত্র বাড়ি ফেরার পর। মনোযোগ ধরে রাখার এই শৃঙ্খলা সত্যিই আমাদের সবার শেখা উচিত।’
পরিচালকের মতে, এমন অভ্যাস যে কোনো মানুষের জীবন ও কাজে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
গত শনিবার বহু প্রতীক্ষিত এই ছবির নাম ‘বারাণসী’ ঘোষণা করা হয়।
ছবিতে মহেশ বাবুকে দেখা যাবে ‘রুদ্ধ’ চরিত্রে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টাইটেল টিজার- সময়, ভূগোল ও আধ্যাত্মিকতার মিশেলে নির্মিত এক মনোমুগ্ধকর ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
টিজারে দেখা যায়, গল্পটি বিভিন্ন যুগে ও বিভিন্ন অঞ্চলে প্রবাহিত, এবং এর কেন্দ্রে রয়েছে এক দেবতুল্য আবহ।
অনুষ্ঠানে রাজামৌলি আরও জানান, ‘বারাণসী’র মাধ্যমে তারা ভারতীয় সিনেমায় প্রথমবারের মতো আনছেন প্রিমিয়াম লার্জ স্কেল ফরম্যাট- ফিল্মড ফর আইম্যাক্স নামের নতুন প্রযুক্তি। এটি দর্শকদের দেবে আরও ডুবে যাওয়ার মতো বিশাল ও চমকপ্রদ ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
কারিগরি সমস্যার কারণে কিছু সময় দেরি হলেও শেষ পর্যন্ত প্রকাশিত টিজারটি দর্শক ও ভক্তদের মুগ্ধ করেছে। রাজামৌলি বলেন, ‘এই ছবির স্কেল এত বড় যে শুধুমাত্র কথা বলে তা বোঝানো সম্ভব ছিল না। তাই আমরা একটি বিশেষ ঘোষণামূলক ভিডিও তৈরি করেছি।’


