আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়কে পুরো পৃথিবীর জন্য নজির হিসাবে উল্লেখ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, ‘পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। কোনো স্বৈরাচার সারাজীবন মানুষকে নির্যাতন করে বেঁচে থাকতে পারবে না। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি নজির স্থাপন করেছে।’
মামলার অন্যান্য আসামিদের রায়ের প্রসঙ্গে ওসমান হাদী জানান, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজস্বাক্ষী হিসেবে স্বীকার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মামলার বিচারকেরা বলেছেন, মামুনের অপরাধ অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তবে আদালতকে সহায়তা করার কারণে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা মনে করছেন, অন্তত যাবজ্জীবন সাজা দেওয়া উচিত ছিল।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।


