ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

হাসিনার ফাঁসি রায় নিয়ে যে শিরোনাম করল আনন্দবাজার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৪:৫৭ পিএম
আনন্দবাজার-এর শিরোনাম। ছবি - সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এই রায় ঘোষণার পরই ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল! রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ।’

আনন্দবাজারের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালতকক্ষে উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অনেকে হাততালি দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারপতিকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাতে হয়।

উল্লেখ্য, শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এ মামলার অপর আরেক অভিযুক্ত, সাবেক পুলিশ কর্মকর্তা আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।