জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই খবরটিকে আজ ফলাও করে প্রচারের মাধ্যমে কান্নাকাটি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। বেশির ভাগ সংবাদ মাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেছে হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রথম মামলার রায় আজ ঘোষণা করা হবে। এই খবরটি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। বেশির ভাগ সংবাদ মাধ্যম হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে রায় ঘোষণা হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রায়ের আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে জানিয়েছেন, রায় যা-ই হোক, তা মাকে নিরাপদে রাখবে। এই সাক্ষাৎকার ভারতের সব প্রধান সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে।
প্রায় প্রতিটি ভারতীয় সংবাদমাধ্যম এ খবরকে প্রধান শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে। সকাল সাড়ে ১০টা নাগাদ এনডিটিভির শীর্ষ পাঁচটি খবরের মধ্যে চারটি এই রায় ঘিরে। দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসও ক্ষণে ক্ষণে আপডেট দিয়ে খবরটি প্রচার করছে। এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনেও এটি প্রধান সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে।

