রাজধানীর বংশালের সিক্কাটুলিতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সিক্কাটুলি মাজার গলি এলাকার সজীব মিয়ার ছয়তলা ভবনের নিচতলার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—আইনউদ্দিন (৪৫), আমির উদ্দিন (৪০), রুমান (১৬) ও রবিন (১৮)। তারা সবাই কিশোরগঞ্জের কুলিয়া চর থানার লক্ষ্মীপুর বাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গুরুতর দগ্ধ অবস্থায় চারজনকেই দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা জানান, রাতে কাজ চলাকালীন হঠাৎ কারখানায় ব্যবহৃত জুতার সলিউশন আঠা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তাদের শরীরে। তারা জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, দগ্ধদের মধ্যে আমির উদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইনউদ্দিনের ২০ শতাংশ এবং কিশোর রুমানের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তারা বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।


