মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার পর এক ভিডিও বার্তায় রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
আখতার বলেন, ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তাকে সোপর্দ করবে। বিশ্বে একটি নজির তৈরি হবে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে।
তিনি বলেন, শেখ হাসিনা শুধু উসকানিমূলক বক্তব্য দেয়নি। আজকের বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে। লেথাল ওয়েপন ব্যবহার করেছে। গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস একজন খুনি যার এত এত অপরাধ সেই অপরাধের অল্প কিছু অভিযোগেই আজকে শাস্তির ঘোষণা এসেছে। তার বাকি যত অপরাধ আছে সব অপরাধেরও বিচার হবে।
এনসিপির এই নেতা বলেন, গণহত্যাকারীদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে যাতে করে আর কোনো শাসক, আর কোনো গোষ্ঠী যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে, মানবতাবিরোধী হয়ে উঠতে না পারে। শুধু রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয়, রায় কার্যকর করার মধ্য দিয়েই শহিদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি, সরকারের কাছে আহ্বান রাখছি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে।


