নাটোরের লালপুরে হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার ওয়াহেদ আলী সেন্টু ও তার সহযোগী মাহমুদ হোসেন শাকিল।
লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ‘গোপালপুর বাজার এলাকায় একটি সংঘবদ্ধ চক্র নারীদের দিয়ে প্রলোভন সৃষ্টি করে মানুষকে ফাঁদে ফেলে চাঁদা আদায় করছিল। এরই ধারাবাহিকতায় তারা স্থানীয় কাঠ ব্যবসায়ী হাবিবুর রহমানকে হানিট্র্যাপে ফেলে তার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি জোরপূর্বক তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়।’
বিষয়টি নিয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘লালপুরে বিভিন্ন ধরনের প্রতারক ও হ্যাকারদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।’



