১০০ বছর কাটল কেউ কথা রাখেনি!
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:০৬ এএম
নলডাঙ্গার রায়সিংহপুরে বর্ষার পানি, ভাঙছে জীবন ও সম্বন্ধ
কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছন্দে যেমন বলা হয়, ‘১০০ বছর কেটে গেলো, কত নেতা-জনপ্রতিনিধি আইলো গেলো, কেউ কথা রাখলো না। দাদা গেল, বাপ গেল, আমরাও চলে যাওয়ার পথে’ ঠিক তেমনই নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের রায়সিংহপুর গ্রামের মানুষের বর্ষার দুঃস্বপ্ন রয়ে গেছে।
মাত্র ৩০০ মিটার দীর্ঘ...