জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মিনহাজুর রহমান মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শিবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, সহসভাপতি রাকিব, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইক, ক্রীড়া সম্পাদক রাহুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিমেল, শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন