ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

তৃতীয় দিনে ইসির সঙ্গে ৬ দলের সংলাপ শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১২:১৬ পিএম
সংলাপে ইসিতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও ইসি কর্মকর্তারা। ছবি- সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপের সূচনা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু হয়েছে। গত দুদিন সকাল ও বিকেলের দুই পর্বে মোট ২৩টি দল সংলাপে অংশ নেয়। তবে গতকাল তৃণমূল বিএনপি সংলাপে অংশগ্রহণ করেনি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ।

এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপ হবে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (বি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার)-এর সঙ্গে।

নির্বাচন কমিশন এই সংলাপের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করে আগামী নির্বাচনের প্রস্তুতি আরও শক্তিশালী করতে চায়।