সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গাজীপুরে আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সদস্যদের সতর্ক করে বলেছেন, একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতার বিকাশে এগিয়ে আসতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত এই সম্মেলনে সেনাবাহিনী প্রধানের আগমনের সময় তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া-কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট-ওসিএন্ডএস দ্বারা স্বাগত জানানো হয়।
সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশে বক্তৃতা দেন এবং কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সক্ষমতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক জিওসি, এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, কমান্ড্যান্ট-বিওএফ, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট-ওসিএন্ডএস, আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


