ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জে গরু চুরির ঘটনায় গণপিটুনিতে আরেক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৪০ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরির ঘটনায় গণপিটুনিতে বিপ্লব সরকার (৪৫) নামে আরেক চোর মারা গেছেন। আজ রোববার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ নিয়ে এ ঘটনায় দুই গরু চোরের মৃত্যুর ঘটনা ঘটলো।

নিহত ওই ব্যক্তি নেত্রকোনা জেলার পাত্রশিদিয়া গ্রামের বিনদ সরকারের ছেলে। এর আগে গত ১১ নভেম্বর শামিম মিয়া (৩৬) নামে আরেক গরু চোর গনপিটুনিতে নিহত হন।

এঘটনায় ১২ নভেম্বর নিহত শামিম মিয়ার মা মেহেরুন নেছা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী করে  মুকসুদপুর থানায় একটি মামলা করেন।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ভোর রাত ৩টার দিকে ৮ সদস্যের একটি গরু চোর চক্র মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের ঝিল্লু কাজীর বাড়ীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে জনতার হাতে ধরা পড়ে। তখন স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিলে মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে শামিম মিয়া ঘটনাস্থলে মারা যায়।

এঘটনায় বিপ্লব সরকার সহ অপর ৭ চোর গুরুতর আহত হয়। তাদেরকে  মুকসুদপুর উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে সেখান থেকে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।