ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

গাজীপুরে ফিনিক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৩৩ পিএম
ফিনিক্স কয়েল কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের বাঘেরবাজারে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাদের ৭ টি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় কড়া প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কারখানার শেড, কয়েল এবং কয়েলের ট্রলি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে এবং আশা করা হচ্ছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’