ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কাঠের সেতু সংস্কার, স্বস্তিতে ১০ গ্রামের মানুষ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৪৯ পিএম
কাঠের সেতুর সংস্কার শেষ। ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানিগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভোগাই নদীর ওপর নির্মিত কাঠের সেতু সংস্কার কাজ শেষ হয়েছে। এতে বদলে গেছে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ফিতা কেটে নতুন করে সংস্কার হওয়া সেতুটির উদ্বোধন করেন।

গত ১৩ নভেম্বর শুরু হয়ে কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয় ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত এ কাঠের সেতুর পুনঃসংস্কার কাজ। সেতুটি ব্যবহারের উপযোগী হওয়ায় এখন গুতুরা বাজারের সঙ্গে কৈলাটি, পোগলা, নাজিরপুর ও কলমাকান্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, চারটি মসজিদের মুসল্লি, একটি মহিলা মাদরাসা, একটি কওমী মাদরাসা, একটি দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ আশপাশের বহু গ্রামের অসংখ্য মানুষ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ কাঠের সেতু। আগের সেতুটি ভেঙে যাওয়ায় নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে এলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উদ্যোগ নেন। স্থানীয়দের সহায়তায় কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হয় সংস্কার কাজ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘পুরোনো সেতুটি ভেঙে যাওয়ার পর মানুষ চরম কষ্টে ছিল। তাই আমরা দ্রুত পুনঃনির্মাণের সিদ্ধান্ত নেই। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

স্থানীয়রা জানান, ‘এই সেতু শুধু কাঠ নয় এটি আমাদের জীবনযাত্রার নিরাপত্তা ও স্বস্তির পথ।’