ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

যশোরের শার্শায় বোমা বিস্ফোরণে যুবক আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৬ পিএম
শার্শা থানা। ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব কৃষিকাজের পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বিপ্লবের মা পারুল বেগম জানান, রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাত কয়েকজন অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল বলে তার ধারণা। বিস্ফোরণের শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে।

তবে স্থানীয় কিছু সূত্র ও পুলিশের দাবি, বিপ্লব নিজেই বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন। পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন। তদন্ত চলছে।’