ইউটিউব দেখে আনার চাষে সফল সোহেল
সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:১৯ এএম
ঝিনাইদহের মাটি কৃষির জন্য অত্যন্ত উপযোগী। এই জেলার উর্বর মাটিতে আগে ধান, পাট, আখ কিংবা সবজিই ছিল কৃষকের প্রধান নির্ভরতা। তবে সময় বদলেছে, কৃষকের চিন্তা-ভাবনায়ও এসেছে পরিবর্তন। এখন ঝিনাইদহের মাঠে শুধু শাক-সবজি বা ধান নয়, চোখে পড়ছে বিদেশি ফলের বাগানও।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামে আনারের বাগান গড়ে তুলে সফলতার মুখ...