অনুজীবের উপকারিতা-অপকারিতা
এপ্রিল ১৪, ২০২৫, ১১:৩৯ এএম
আমাদের চারপাশে এমন অসংখ্য জীব রয়েছে, যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এরা এতই ক্ষুদ্র যে শুধু বিশেষ ধরনের যন্ত্র দিয়ে এদের দেখা যায়। এদের বলা হয় অনুজীব। অনুজীব বলতে সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল ও এককোষী প্রাণীকে বোঝায়। যদিও এরা ক্ষুদ্রাকার, তবুও পরিবেশ, জীবজগৎ এবং মানবজীবনে এদের ভূমিকা...