সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৪১ এএম

তিন দফা দাবি

কৃষি শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৪১ এএম

কৃষি

কৃষি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে দশম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা এবং কৃষি বা কৃষি সংশ্লিষ্টবিষয়ক স্নাতক ছাড়া নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির দাবিতে ময়মনসিংহে ৪ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁও ব্লকেড করে বিক্ষোভ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  (শেকৃবি) শিক্ষার্থীরা।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের আশ^াসে বাকৃবির জব্বারের মোড় থেকে শিক্ষার্থীরা উঠে এলে ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাকৃবি জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। ওই ট্রেনটি ১ ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেন। পরে দুপুর দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেন আটকে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক’ দাবির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক মফিদুল আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে আসেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ, কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং কোনো ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবে না।

কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জিহাদ হাসান সফল বলেন, ‘কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

একই অনুষদের শিক্ষার্থী মুহতাসিম মুনীর বলেন, ‘ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করাসহ তিন দাবি বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষােভ করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে আসে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, ‘ছাত্রদের প্রতিনিধি দল আগামীকাল মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বসে সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে আসে। পরবর্তী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন বলেও জানান তিনি।’

এদিকে কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফের আগারগাঁও ব্লকেড করে বিক্ষোভ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমাধারীদের দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে কৃষিবিদ ঐক্য পরিষদের পূর্বঘোষিত অ্যাগ্রি ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে এই ব্লকেড দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে আগারগাঁও এলাকায় তীব্র যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এর আগে, গত বৃহস্পতিবার একই দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল ৫টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আগারগাঁও অভিমুখে বের হন শিক্ষার্থীরা। তারা ‘কৃষিবিদের অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন’, ‘বিএসসিরা ভাই ভাই, ডিপ্লোমার ঠাঁই নাই’, ‘পাস করে এসএসসি, পদ চায় বিএসসির’ সেøাগান দিতে থাকেন। পরে আগারগাঁও মোড়ে ব্লকেড দেন তারা। 

এ বিষয়ে শেকৃবির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো জানিয়ে আসছিলাম কিন্তু এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এ জন্য আমাদের দাবি পূরণে রাস্তায় নামতে হয়েছে। যত দিন না আমাদের তিন দফা দাবি মেনে নেওয়া হবে, তত দিন আন্দোলন চলবে।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!