দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্পূর্ণভাবে অব্যাহত রেখেছেন যে তার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।
বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাধ্যমে এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেছেন, এনইআইআর বাস্তবায়ন এবং অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে তাকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারণা চালানো হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে, আমার কোনো সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল সুযোগ-সুবিধা ব্যর্থ হওয়ায় অপপ্রচার চালাচ্ছে।
এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাড্ডার বাসা থেকে ডিবি পুলিশের পাঁচ সদস্য সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে যায়। তার স্ত্রী সুমাইয়া সীমার ভাষ্য, একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে জানান, ডিবি প্রধানের সঙ্গে কথা বলার জন্য তাকে নিয়ে আসা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানা যায়, সোহেলকে তাদের পেশাগত সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার জন্য রাতে আনা হয়। বুধবার সকালে সোহেলকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম।


