দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেল গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। তিনি বুধবার (১৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল লিখেছেন, গত রাত ১২টার দিকে ডিবিপ্রধানের সঙ্গে কথা বলার অজুহাতে তাকে জোর করে বাসা থেকে তুলে নিয়ে ১০ ঘণ্টার বেশি সময় ধরে হেফাজতে রাখা হয়। তিনি জানান, তাকে ডিবির আসামিদের সঙ্গে রাখা হয়েছিল, জুতা-বেল্ট খুলে রাখা হয়েছিল, কিন্তু কেন তাকে আটক করা হলো তা তিনি এবং কর্মকর্তারা জানতেন না।
সাংবাদিক সোহেল আরও উল্লেখ করেছেন, তার আটক মূলত ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) নিয়ে একটি প্রেস কনফারেন্স বন্ধ করার উদ্দেশ্যেই করা হয়েছিল।
তিনি বলেন, শুধু ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য পুরো দেশের ২৫ হাজার ব্যবসায়ীকে বিপদে ফেলার চক্রান্ত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ মানুষ ও প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি নিজের মুক্তি প্রসঙ্গে বলেন, শুভাকাঙ্ক্ষী, ভাই, বন্ধু ও সহকর্মীদের সমর্থনের কারণে আমি দ্রুত মুক্তি পেয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।


