অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
২০ বছরের দীর্ঘ পথচলায় তিনি আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামলেন।
মুশফিকুর রহিমের এই বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের আগে উষ্ণ সংবর্ধনার আয়োজন করে। বল মাঠে গড়ানোর আগমুহূর্তে দুই দলের খেলোয়াড়দের উপস্থিতিতে সাবেক এই টাইগার অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়। এই আবেগঘন মুহূর্তে মুশফিকের বাবা-মা, স্ত্রী-সন্তানও মাঠে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা ও উপহার
বিশেষ ক্যাপ: ২০০৫ সালে মুশফিককে অভিষেক করিয়ে দেওয়া তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার তাকে শততম টেস্টের বিশেষ ক্যাপটি পরিয়ে দেন।
স্বাক্ষরিত জার্সি: হাবিবুল বাশার এবং বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যৌথভাবে মুশফিকের প্রথম ও শততম টেস্টে খেলা সতীর্থদের স্বাক্ষরিত জার্সি তাকে উপহার দেন।
ক্রেস্ট ও বিশেষ উপহার: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান তাকে বিশেষ উপহার দেন। এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন।
শততম টেস্ট উপলক্ষ্যে মুশফিক বলেন, এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ, আমার পরিবার, স্ত্রী, সতীর্থরা, বন্ধু ও ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আয়ারল্যান্ড দলকেও এখানে থাকার জন্য ধন্যবাদ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, অভিনন্দন! আপনার এবং আপনার পরিবারের জন্য এটি অসাধারণ অর্জন। আপনার সঙ্গে খেলতে সবসময় দারুণ লাগে। আমি আপনাকে অনুসরণ করতে চেয়েছি এবং আপনার কাছ থেকেই অনুপ্রেরণা নিয়েছি। আশা করি আপনি আরও দীর্ঘ সময় খেলবেন।
শান্ত আরও যোগ করেন, মাঠে আপনার পাগলামি আর কঠোর পরিশ্রমের কথা সবাই বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– আপনি ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়, দলের জন্য খেলেন। এটি আমাদের সবার জন্যই অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে যেসব তরুণ টেস্ট ক্রিকেট খেলতে চায়।
উল্লেখ্য, সিলেট টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে। দ্বিতীয় এই টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।



