ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

টেস্ট ক্রিকেটে মুশফিকসহ যারা খেললেন শততম টেস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১১:০৩ এএম
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম ও নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সে ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘মি. ডিপেন্ডেবল’ নামে। ব্যাট হাতে দল সংকটে পড়লেই যার দিকে তাকিয়ে থাকে পুরো দেশ, সেই মুশফিক এবার গড়লেন এক অনন্য মাইলফলক।

আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি খেলেতে নামলেন তার ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটার সেঞ্চুরি টেস্ট—যা নিঃসন্দেহে দেশের টেস্ট ইতিহাসের এক বড় অর্জন।

মুশফিকসহ আরও যারা সাদা পোশাকে খেললেন শততম ম্যাচ

বাংলাদেশ

১. মুশফিকুর রহিম – ১০০ ম্যাচ

ইংল্যান্ড

১. কলিন কাউড্রে – ১১৪ ম্যাচ

২. জেফরি বয়কট – ১০৮ ম্যাচ

৩. ইয়ান বোথাম – ১০২ ম্যাচ

৪. গ্রাহাম গুচ – ১১৮ ম্যাচ

৫. অ্যালেক স্টুয়ার্ট – ১৩৩ ম্যাচ

৬. মাইকেল অ্যাথারটন – ১১৪ ম্যাচ

৭. গ্রাহাম থর্প – ১০০ ম্যাচ

৮. অ্যান্ড্রু স্ট্রস – ১০০ ম্যাচ

৯. কেভিন পিটারসেন – ১০৪ ম্যাচ

১০. অ্যালিস্টার কুক – ১৬১ ম্যাচ

১১. ইয়ান বেল – ১১৮ ম্যাচ

১২. জেমস অ্যান্ডারসন – ১৮৪ ম্যাচ

১৩. জো রুট – ১৩৭ ম্যাচ

১৪. বেন স্টোকস – ১১৪ ম্যাচ

১৫. জনি বেয়ারস্টো – ১০১ ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ

১. ক্লাইভ লয়েড – ১১০ ম্যাচ

২. ভিভ রিচার্ডস – ১২১ ম্যাচ

৩. গর্ডন গ্রিনিজ – ১০৮ ম্যাচ

৪. ডেসমন্ড হেইন্স – ১১৬ ম্যাচ

৫. কোর্টনি ওয়ালশ – ১৩২ ম্যাচ

৬. কার্ল হুপার – ১০২ ম্যাচ

৭. ব্রায়ান লারা – ১৩১ ম্যাচ

৮. শিবনারায়ণ চন্দরপল – ১৬৪ ম্যাচ

৯. ক্রিস গেইল – ১০৩ ম্যাচ

১০. ক্রেইগ ব্রাথওয়েট – ১০০ ম্যাচ

ভারত

১. সুনীল গাভাস্কার – ১২৫ ম্যাচ

২. দিলীপ ভেঙ্গসরকার – ১১৬ ম্যাচ

৩. কপিল দেব – ১৩১ ম্যাচ

৪. শচীন টেন্ডুলকার – ২০০ ম্যাচ

৫. অনিল কুম্বলে – ১৩২ ম্যাচ

৬. রাহুল দ্রাবিড় – ১৬৪ ম্যাচ

৭. সৌরভ গাঙ্গুলী – ১১৩ ম্যাচ

৮. ভিভিএস লক্ষ্মণ – ১৩৪ ম্যাচ

৯. বীরেন্দর শেহবাগ – ১০৪ ম্যাচ

১০. মোহাম্মদ শামি – ১০১ ম্যাচ

১১. বিরাট কোহলি – ১২৩ ম্যাচ

১২. চেতেশ্বর পূজারা – ১০৩ ম্যাচ

১৩. রবীচন্দ্র অশ্বীন – ১০৬ ম্যাচ

অস্ট্রেলিয়া

১. অ্যালান বর্ডার – ১৫৬ ম্যাচ

২. ডেভিড বুন – ১০৭ ম্যাচ

৩. স্টিভ ওয়াহ – ১৬৮ ম্যাচ

৪. ইয়ান হিলি – ১১৯ ম্যাচ

৫. মার্ক টেলর – ১০৪ ম্যাচ

৬. মার্ক ওয়াহ – ১২৮ ম্যাচ

৭. শেন ওয়ার্ন – ১৪৫ ম্যাচ

৮. রিকি পন্টিং – ১৬৮ ম্যাচ

৯. জাস্টিন ল্যাঙ্গার – ১০৫ ম্যাচ

১০. গ্রেম ম্যাকগ্রা – ১২৪ ম্যাচ

১১. মাইকেল ক্লার্ক – ১১৫ ম্যাচ

১২. নাথান লায়ন – ১২৫ ম্যাচ

১৩. ডেভিড ওয়ার্নার – ১১১ ম্যাচ

১৪. স্টিভেন স্মিথ – ১০৯ ম্যাচ

১৫. ম্যাথু হেইডেন – ১০৩ ম্যাচ

১৬. মিচেল স্টার্ক – ১০০ ম্যাচ

পাকিস্তান

১. জাভেদ মিঁয়াদাদ – ১২৪ ম্যাচ

২. সেলিম মালিক – ১০৩ ম্যাচ

৩. ওয়াসিম আকরাম – ১০৪ ম্যাচ

৪. ইনজামাম-উল-হক – ১২০ ম্যাচ

৫. ইউনিস খান – ১১৮ ম্যাচ

দক্ষিণ আফ্রিকা

১. গ্যারি কারস্টেন – ১০১ ম্যাচ

২. জ্যাক ক্যালিস – ১৬৬ ম্যাচ

৩. শন পোলক – ১০৮ ম্যাচ

৪. মার্ক বাউচার – ১৪৭ ম্যাচ

৫. মাখায়া এনটিনি – ১০১ ম্যাচ

৬. হার্শেল গিবস – ১০৫ ম্যাচ

৭. হাশিম আমলা – ১২৪ ম্যাচ

৮. এবি ডি ভিলিয়ার্স – ১১৪ ম্যাচ

শ্রীলঙ্কা

১. সনাথ জয়সুরিয়া – ১১০ ম্যাচ

২. মুত্তিয়া মুরলিধরন – ১৩৩ ম্যাচ

৩. চামিন্দা ভাস – ১১২ ম্যাচ

৪. মাহেলা জয়াবর্ধনে – ১৪৯ ম্যাচ

৫. কুমার সাঙ্গাকারা – ১৩৪ ম্যাচ

৬. অ্যাঞ্জেলো ম্যাথিউস – ১০৮ ম্যাচ

৭. দিমুথ করুনারত্নে – ১০০ ম্যাচ

নিউজিল্যান্ড

১. স্টিফেন ফ্লেমিং – ১১১ ম্যাচ

২. ড্যানিয়েল ভেট্টোরি – ১১৩ ম্যাচ

৩. কেন উইলিয়ামসন – ১১২ ম্যাচ

৪. রস টেলর – ১১২ ম্যাচ

৫. ব্রেন্ডন ম্যাককালাম – ১০১ ম্যাচ

৬. টিম সাউদি – ১০৭ ম্যাচ