ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সবাইকে নিয়ে রাঙামাটির উন্নয়ন করা হবে: জেলা প্রশাসক

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:৫৫ এএম
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটির নতুন জেলা প্রশাসক নাজমা আশরাফীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা প্রশাসক নিজেকে পরিচয় করান এবং কুশলাদি বিনিময় করা হয়।

নাজমা আশরাফী বলেন, ‘স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাঙামাটির উন্নয়ন এবং সমস্যা সমাধান করা হবে। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া জেলা উন্নয়ন করা সম্ভব নয়। তাই আপনাদের পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কাম্য।’

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাঙামাটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, ১৮ নভেম্বর মঙ্গলবার সকালেই নাজমা আশরাফী রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পাহাড়ের খবর এর সম্পাদক সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জত চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে নাজমা আশরাফীকে রাঙামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করেছেন।