ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মায়ের কোলই সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়: রকিবুল ইসলাম

খুলনা ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৫১ এএম
রকিবুল ইসলাম বকুল। ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘মায়ের কোলই সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়।’ সন্তানের ভালোবাসার স্পর্শে মায়ের চোখে যে জল গড়িয়ে পড়ে, তা অমূল্য।

মঙ্গলবার (১৮ নভেম্বর) খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস উপলক্ষে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মঞ্চে নিজেদের মায়েদের পা ধুয়ে দিলে পুরো পরিবেশ এক আবেগঘন ও অভূতপূর্ব দৃশ্যে পরিণত হয়।

বকুল বলেন, মায়েদের চোখ বেয়ে গড়িয়ে পড়া এই পানি সাধারণ জল নয় এ ভালোবাসার অমূল্য নিদর্শন। একজন মা কতটা আবেগে আপ্লুত হলে সন্তানের স্পর্শে তার চোখে জল আসে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

তিনি আরও বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে যত বড় হও না কেন, মনে রাখবে প্রতিটি সাফল্যের পেছনে থাকে মায়ের ত্যাগ, দোয়া ও নিঃস্বার্থ ভালোবাসা। শুধু মা দিবসে নয়, প্রতিদিন মাকে সম্মান করতে শিখো।’

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের এই উদ্যোগকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যে সমাজে মায়ের সম্মান সর্বোচ্চ স্থানে থাকে, সে সমাজ কখনো পিছিয়ে যেতে পারে না।

এ সময় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান, গভার্নিং বডির সাবেক সভাপতি মৃধা জামাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়। পরে রকিবুল ইসলাম বকুল দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।