ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

খুলনার জেলা প্রশাসক হিসেবে জামশেদ খোন্দকারের যোগদান

খুলনা ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:০৪ এএম
খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকার। ছবি: রূপালী বাংলাদেশ

খুলনা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আ. স. ম. জামশেদ খোন্দকার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আ. স. ম. জামশেদ খোন্দকার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা।

এই পদে যোগদানের আগে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।