ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিষে মরল ৩৩৫ হাঁস, অসহায় খামারির পাশে দাঁড়ালেন তারেক রহমান

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১১:১৪ এএম
অনুদান প্রদান। ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যবিত্ত খামারি চেরাগ মিয়ার হাঁসের খামার ছিল তার পরিবারের একমাত্র জীবিকা। প্রায় পাঁচ শতাধিক হাঁসের এই খামার থেকেই চলে আসছিল তার সংসার।

কিন্তু গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাকালুকি হাওরের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির প্রয়োগকৃত বিষের কারণে চরে থাকা ৩৩৫টি হাঁস মারা যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন খামাররি চেরাগ মিয়া।

বিষয়টি জাতীয় ‘দৈনিক রূপালী বাংলাদেশ’সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি চেরাগ মিয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান পাঠান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল চেরাগ মিয়ার বাড়িতে গিয়ে তার হাতে এই অনুদান তুলে দেন।

অনুদান প্রদানের পুরো কার্যক্রমের তত্ত্বাবধান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান।

এ ছাড়া উপস্থিত চিলেন, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ ও ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন এবং সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খানসহ প্রমুখ।

এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা বলেন, ‘গণমাধ্যমে খবরটি প্রকাশের পরই বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে তিনি যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বকে দ্রুত সহায়তার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় জেলা যুবদলের পক্ষ থেকে চেরাগ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।’

নিজ জীবনের কঠিন সময়ের কথা জানিয়ে খামারী চেরাগ মিয়া বলেন, ‘১২-১৪ বছর ধরে হাঁস পালন করি। প্রতিদিনের মতো সেদিনও কাজে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ৩৩৫টি হাঁস মরে পড়ে আছে। পাশের জমিতে কে বা কারা বিষ দিয়েছে, বুঝতে পারছি না।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি চরম দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু নিপার ভাইয়ের মাধ্যমে তারেক রহমান টাকা পাঠিয়েছেন, এতে আমার অনেক উপকার হলো। এখন নতুন করে হাঁস কিনে আবার খামার গড়ে তুলতে পারব।’