হাওরের ঢেউয়ে ঢেউয়ে লুটের চিহ্ন
সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৫২ পিএম
হাওর রক্ষা করবে যারা, তারাই গিলছে হাওর। নদী ভাঙনের অজুহাতে তৈরি হচ্ছে শত শত ভুয়া প্রকল্প। কোথাওবা দরকারি, কোথাওবা দরকার ছাড়া। আবার দরকারি প্রকল্প হলেও ব্যয় দেখানো হচ্ছে আজগুবি মাত্রায়। সামান্য ব্যয়ের জায়গায় খরচ দেখানো হচ্ছে তিন থেকে চারগুণ। অর্থ তোলা হচ্ছে দেদার। আর দিনশেষে ব্যয়ের নামমাত্র খাত দেখিয়ে পুরোটা...