সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে ট্রলারডুবির ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাম হাওরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের সামছুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার সাত বছর বয়সী মেয়ে নূসরাত।
এ ঘটনায় নূসরাতের বাবা বাবুল মিয়া (৪৫) আহত হয়েছেন। তাকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধর্মপাশা থানার পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলমান রয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক জানান, ‘কান্দাপাড়া গ্রাম থেকে একটি ট্রলারে করে সাতজন নারী-পুরুষ ও শিশু মিলে জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। ট্রলারটি হাওরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল ঢেউয়ের (আফাল) মুখে পড়ে উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন