ঝিনাইদহে নবগঙ্গা নদীর পানিতে ডুবে আরিয়ান (৫) ও তাসনিমা খাতুন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে তারা পানিতে ডুবে যায়।
নিহত আরিয়ান ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং তাসনিমা খাতুন তারা মিয়ার মেয়ে। তারা দুজনই প্রতিবেশী।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে দুই শিশু। কিছুক্ষণ পর তাদের দেখা না পেয়ে পরিবার ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় তাদের দেহ উদ্ধার করা হয়।
কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই শিশু একসঙ্গে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়।’
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

-20251030233957.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন