সুনামগঞ্জের ধর্মপাশায় পাগলা কুকুরের কামড়ে স্কুলের ছাত্র-ছাত্রীসহ ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভিন্ন সময়ে তারা কুকুরের কামড়ে আহত হন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আহতরা হলেন দশধরী গ্রামের বজলু মিয়ার মেয়ে আফিয়া (৩), মামুন মিয়ার ছেলে রোমান (৬), খায়রুল মিয়ার ছেলে ইব্রাহিম (৪), রোমেল মিয়ার মেয়ে জান্নাতুন (৬), আমিন মিয়ার ছেলে রিয়াজ (২১), জয়নাল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম (৬০), গিয়াস উদ্দিনের ছেলে মাসুম (৩৩), হলিদাকান্দা গ্রামের মনতাজ আলীর ছেলে আরফান আলী (৪০) এবং বাবুল মিয়ার ছেলে বায়েজিদ (৫)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাগলা কুকুরটি দুপুরবেলা উপজেলার উকিল পাড়ার রাস্তায় স্কুলের ছাত্র-ছাত্রীসহ কয়েকজনকে কামড়ায়। পরে এলাকাবাসী ধাওয়া করলে কুকুরটি দশধরী ও পূর্ববাজার এলাকায় কয়েকজনকে কামড়ায়।
এ সময় পার্শ্ববর্তী স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন এবং দুইজন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পরে এলাকাবাসী মিলে কুকুরটিকে হত্যা করতে সক্ষম হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন