ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত

স্পেনের ফুটবল দলের তাণ্ডব অব্যাহত—৩১ ম্যাচ ধরে অপরাজিত থাকা অবিশ্বাস্য রেকর্ডের সঙ্গে, লুইস দে লা ফুয়েন্তের দল নিশ্চিত করল ২০২৬ সালের বিশ্বকাপে খেলার টিকিট।

মঙ্গলবার গ্রুপ ‘ই’-এর শেষ বাছাইপর্বের ম্যাচে তারা তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেই শীর্ষস্থান নিশ্চিত করে। তুরস্ক গ্রুপের রানার্স-আপ হিসেবে প্লে-অফে খেলবে।

ম্যাচের শুরুতেই স্বাগতিক স্পেন ডানি ওলমোর গোলের মাধ্যমে এগিয়ে যায়। কিন্তু প্রথমবারের মতো বাছাইপর্বে গোল হজম করে তারা পিছিয়ে পড়ে। তুরস্কের হয়ে দুটি গোল করেন ডেনিজ গুল এবং সালিহ ওজকান।

শেষ সময়ে মিকেল ওয়ারিয়াজাবালের সমতাসূচক গোল স্পেনকে হার থেকে বাঁচায়। এই বাছাইপর্বে স্পেন ২১ গোল করলেও মাত্র দুটি গোল হজম করেছে।

এই ম্যাচে পুরো দল মাঠে ছিলেন না। চোটের কারণে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিডফিল্ডার রদ্রি দলে থাকেননি। কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছেন, এখন থেকেই সেরা দল নিয়ে বিশ্বকাপে প্রস্তুতি শুরু করতে চান।

ম্যাচ শেষে স্পেন মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে বলেন, এই অর্জনের পেছনে সবার কঠোর পরিশ্রম আছে। বিশ্বকাপ নিশ্চিত করাটা আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত।