ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সাভারে চলন্ত বাসে আগুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৫:২২ এএম
ফাইল ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত শ্রমিকবাহী একটি বাসে আগুন লেগেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশনের সামনে সিমলা এন্টারপ্রাইজের বাসটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে পোশাকশ্রমিকদের আনতে ডিইপিজেডের দিকে যাচ্ছি বাসটি। নতুন ডিইপিজেড এলাকার সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌঁছানোর পর বাসের পেছনের সিটে হঠাৎ আগুন ধরা পড়ে। তা দেখে চালক তৎক্ষণাত বাস থামিয়ে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুত সংবাদ পাওয়ায় তারা অল্প সময়েই ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছেন। আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত নয়।