ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জামায়াত জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র পরিচালনায় প্রস্তুত: মোবারক হোসাইন

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:৩৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, জনগণের ভালোবাসা ও ম্যান্ডেট পেলে জামায়াতে ইসলামী দেশের জন্য ঘুষ-দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ-দখলবাজমুক্ত একটি কল্যাণরাষ্ট্র উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যশোর শহর, সদর ও পেশাজীবী থানার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, অতীতে প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের বহু নেতাকে ‘অন্যায়ভাবে হয়রানি ও ষড়যন্ত্রের মুখোমুখি’ হতে হয়েছে। 

তিনি বলেন, ‘তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজানো মামলা, মিথ্যা সাক্ষ্য, সাক্ষী গুম এবং স্কাইপ কেলেঙ্কারি—এসব উপায়ে শীর্ষ নেতাদের বিচার ও দণ্ডাদেশ দেওয়া হয়েছে, যা তিনি ‘জুডিশিয়াল কিলিং’ হিসেবে আখ্যা দেন।’

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও বিচারবিষয়ক ঘটনাবলি উল্লেখ করে মোবারক হোসাইন বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।’

তিনি দাবি করেন, ‘এই ঘটনার মাধ্যমে অতীতের রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হয়েছে।’

এ টি এম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তিনি রাজনৈতিক অপব্যাখ্যা ও পরিকল্পিত মামলার শিকার ছিলেন এবং এখন সত্যের প্রতীক হিসেবে জাতির সামনে দাঁড়িয়েছেন।’

২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচন কমিশনকে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন নিরাপদে, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে—এটাই জাতির প্রত্যাশা। কোনো পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য হবে না।’

জামায়াত নেতা আরও বলেন, ‘জামায়াতে ইসলামী দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। যশোর জেলার ছয়টি আসনে ইতোমধ্যে দলীয় প্রার্থীও ঘোষণা করা হয়েছে।’ 

মোবারক হোসাইন দাবি করেন, ‘নানা বাধা ও রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও জনগণের আগ্রহ ও আস্থা এখন আগের তুলনায় জামায়াতের প্রতি বৃদ্ধি পেয়েছে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও যশোর-৪ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসূল। এছাড়া উপস্থিত ছিলেন যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদেরসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃত্ব।

সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান। তিনি বলেন, ‘রুকনদের ত্যাগ, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা দলের শক্তিশালী অগ্রযাত্রার ভিত্তি তৈরি করবে।’