কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেছেন, ‘রাজনীতি প্রতিশোধের জন্য নয়, আমরা প্রতিশোধ নিতে চাই না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই। মিথ্যা ও পাতানো মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটানো হয়েছে। তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমাকে দেশে আসতে দেয়নি। মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের মধ্য দিয়ে আমরা ১৭ বছরের অত্যাচার-নির্যাতন ও জেলা জুলুমের বিচার পেয়েছি।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানীর সভাপতিতেমতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ইউচুপ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আাবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামছুল হক, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন খোন্দকার মুকুট, ব্যবসায়ী নেতা দেবাশীষ দত্ত আশিষ ও মো. ইসমাইল হোসেন সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
ওয়াদুদ ভুইয়া বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।’
সংসদ সদস্য থাকাকালে খাগড়াছড়ির বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়নের কথা উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, ‘আওয়ামী লীগ আমার উন্নয়নের সিকি ভাগও করতে পারেনি।’ মাটিরাঙ্গা টাউন হলের নির্মাণ কাজ শুরু করার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী সরকার সেটি ধ্বংস করেছে। নির্বাচিত হলে টাউন হল সম্পূর্ণ নির্মাণ করার ঘোষনা দেন তিনি।
ভোট ভাগাভাগি করে ইউপিডিএফকে জেতানোর পথ সুগম না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন,
ভুল সিদ্ধান্ত নিলে ইউপিডিএফের কাছে হারের ঝুঁকি থাকবে আর নির্বাচনের পরে পস্তাতে হতে পারে।


