ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৩:১৩ এএম

ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। খুদে বিজ্ঞানীদের জন্য মেলার আয়োজক মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব, মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ক্লাবের মডারেটর উপাধ্যক্ষ মিজানুর রহমান খান। গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।