ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নারীদের ঘরে আটকে রাখা ইসলাম সমর্থন করে না : জামায়াত নেতা মান্নান

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৬:০১ এএম

‘নারীদের ঘরে আটকে রাখা ইসলাম সমর্থন করে না’ মন্তব্য করে নারী-পুরুষের সমান অংশগ্রহণের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাটে কোতোয়ালী থানা জামায়াতের আয়োজনে নারীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. মান্নান বলেন, ইসলাম নারীদের ঘরে বন্দি করে রাখার কথা বলে না, জামায়াতের নীতিও তা নয়। উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন পাবেন নারীরা, তৈরি করা হবে নিরাপদ কর্মপরিবেশ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর দীর্ঘসূত্রিতা তুলে ধরে তিনি বলেন, ন্যায়বিচার পেতে ভুক্তভোগীদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ক্ষমতায় গেলে তথ্য-প্রমাণযুক্ত নারী–শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত বিচার আইনে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়াতে মোটিভেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আইন সম্পর্কে সঠিক ধারণা থাকলে অপরাধ কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা-৬ আসনকে ‘নিরাপদ নগরী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মান্নান বলেন, নির্বাচিত হলে এলাকা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করা হবে। নাগরিক ভোগান্তি কমাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানো, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ এবং বুড়িগঙ্গা নদী দখল–দূষণমুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে ঢাকা–৬ কে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।