ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পোরশা উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:৩৫ এএম
পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

নিজেকে নানাভাবে আত্মগোপনে রাখলেও সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারুল ইসলাম গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় নাশকতার একটি মামলা রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।